ভারত দেখাচ্ছে গণতন্ত্র রেখেই দ্রুত আর্থিক বৃদ্ধি সম্ভব: প্রধানমন্ত্রী

‘অ্যাডভান্সিং এশিয়া কনফারেন্স’-এ নাম না করে চিনকে হালকা কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। বললেন, ভারত প্রমাণ করে দিয়েছে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকেও দেশের দ্রুত আর্থিক বৃদ্ধি ঘটানো সম্ভব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ১১:৩০
Share:

‘অ্যাডভান্সিং এশিয়া কনফারেন্স’-এ নাম না করে চিনকে হালকা কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। বললেন, ভারত প্রমাণ করে দিয়েছে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকেও দেশের দ্রুত আর্থিক বৃদ্ধি ঘটানো সম্ভব। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (আইএমএফ) কোটা সংক্রান্ত নিয়মে যে সংস্কার আনা হয়েছে, এ দিন তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

বিভিন্ন এশীয় দেশগুলির প্রতিনিধিদের নিয়ে নয়াদিল্লিতে আয়োজিত হয়েছে অ্যাডভান্সিং এশিয়া কনফারেন্স। এশিয়ার সামগ্রিক অগ্রগতির বিষয়ে আলোচনা করতে এবং সব এশীয় দেশে আর্থিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য ভবিষ্যৎ রূপরেখা স্থির করতেই এই সম্মলনের আয়োজন। ভারত যে ভাবে আর্থিক বৃদ্ধির পথে এগিয়েছে, সেই পথ নেওয়ার জন্য এ দিন অন্যান্য দেশকে পরামর্শ দেন মোদী। সেই প্রসঙ্গেই কমিউনিস্ট চিনকে হালকা খোঁচা দেন তিনি। মোদী বলেছেন, ‘‘এশিয়ার মধ্যে ভারতের একটি বিশেষ স্থান রয়েছে। ভারত যে এশিয়াকে নানা ভাবে সমৃদ্ধ করেছে, তা ঐতিহাসিক সত্য। ভারত এই মিথ ভেঙে দিয়েছে যে গণতন্ত্র এবং দ্রুত আর্থিক বৃদ্ধি হাত ধরাধরি করে চলতে পারে না।’’ চিন এক সময় নিজেদের আর্থিক বৃদ্ধির হার বিশ্বের সামনে তুলে ধরে তাকে কমিউনিস্ট শাসনের সুফল বলে দাবি করত। গণতান্ত্রিক কাঠামোয় দ্রুত আর্থিক বৃদ্ধি সম্ভব নয় বলেও চিনা নেতারা দাবি করতেন। কিন্তু চিনের আর্থিক বৃদ্ধির হার থমকে যাওয়া এবং ভারতে তা দ্রুত বাড়তে থাকার পর চিনের সেই দাবির সারবত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মোদী এ দিন চিনের নাম না করলেও সেই প্রসঙ্গই টেনে আনেন। তিনি বলেন, ‘‘ভারত প্রমাণ করে দিয়েছে, একটা বিশাল এবং বৈচিত্রপূর্ণ দেশকে এমন ভাবে চালানো সম্ভব, যাতে আর্থিক বৃদ্ধিও হয় এবং সামাজিক ভারসাম্যও বজায় থাকে।

আরও পড়ুন:

Advertisement

মুফতে রান্নার গ্যাস, আট হাজার কোটির ভর্তুকি, গরিবের বন্ধু মোদী!

আইএমএফ-এ বিভিন্ন দেশের জন্য যে পরিমাণ আর্থিক কোটা নির্দিষ্ট ছিল, তার সংস্কারের জন্য ভারত অনেক দিন ধরেই দাবি জানাচ্ছিল। ২০১০ সালে সেই সংস্কার বিষয়ে সিদ্ধান্ত হয়। সম্প্রতি নতুন করে কোটার পরিমাণ নির্ধারণ করেছে আইএমএফ। সংস্থার চেয়ারপার্সনকে তার জন্য ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, ‘‘আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এতে বিশ্ব অর্থনীতির প্রতিফলন থাকা উচিত এবং দ্রুত উন্নয়নশীল অর্থনীতি অংশীদারিত্ব বাড়া উচিত। আইএমএফ বিভিন্ন দেশের জন্য নতুন করে যে কোটা নির্ধারণ করেছে, তাও বিশ্ব অর্থনীতির চিত্রের প্রকৃত প্রতিফলন নয়। তবে আইএমএফ পরবর্তী পর্যায়ে সংস্কারের রূপরেখা ২০১৭-র অক্টোবরের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement