— প্রতিনিধিত্বমূলক ছবি।
হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে আজ নরেন্দ্র মোদী সরকার কৃষি ক্ষেত্রে প্রায় ১৪ হাজার কোটি টাকার সাতটি প্রকল্প ঘোষণা করল। সরকারের দাবি, কৃষকদের আয় বাড়াতেই এই সব প্রকল্প। একই সঙ্গে, মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী এলাকা নাসিক, ধুলে ও নন্দুরবারের সঙ্গে সংযোগকারী মনমাড-ইন্দোর রেললাইন তৈরির প্রকল্পেও আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়েছে। এতে খরচ হবে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এর ফলে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা উপকৃত হবেন বলে মোদী সরকারের দাবি।
লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের আমলাদের প্রথম ১০০ দিনের কর্মসূচি তৈরি রাখতে বলেছিলেন। কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, তৃতীয় মোদী সরকার প্রথম ৮৫ দিনে এখনও পর্যন্ত ২.৪৮ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প মঞ্জুর করেছে। ফলে ৭.৮৩ কোটি কর্মদিবস তৈরি হবে। প্রায় ৪০ লক্ষ কর্মসংস্থান হবে।
হরিয়ানার ভোট ঘোষণা হয়ে গেলেও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে নভেম্বর-ডিসেম্বরেই সে রাজ্যে ভোট হতে পারে। হরিয়ানায় ভোটগ্রহণ ৫ অক্টোবর। দুই রাজ্যেই বিজেপি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। দুই রাজ্যেই লোকসভা নির্বাচনে কৃষকদের ক্ষোভের খেসারত দিতে হয়েছে পদ্মশিবিরকে। সে কথা মাথায় রেখেই আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা সাতটি কৃষি প্রকল্প মঞ্জুর করেছে। এর মধ্যে রয়েছে ২,৮১৭ কোটি টাকার ডিজিটাল কৃষি মিশন এবং ৩,৯৭৯ কোটি টাকার ফসল বিজ্ঞান প্রকল্প। বৈষ্ণবের বক্তব্য, কৃষি ক্ষেত্রে গবেষণা, শিক্ষা, জলবায়ুর মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ ধরে রাখার মতো ক্ষেত্রে জোর দিতে কৃষকদের আয় বাড়ানোই এই সব প্রকল্পের লক্ষ্য। সাতটি প্রকল্পে মোট খরচ হবে ১৩,৯৬০ কোটি টাকা।