তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামমোহন রাও। ছবি: সংগৃহীত।
দুর্নীতির অভিযোগে তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে হানা দিল আয়কর দফতর। বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ রাজ্যের মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকেরা।
এই ঘটনা ‘অভূতপূর্ব’ বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতা ডিএমকে-র এম কে স্ট্যালিন। তাঁর কথায়, “এতে কালিমালিপ্ত হয়েছে তামিলনাড়ু।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘দুর্নীতিবাজ সরকারি আধিকারিকেরা ও তাঁদের ছত্রছায়ায় বেড়ে ওঠা মানুষদের পালাতে দেওয়া উচিত হবে না।”
আয়কর দফতর সূত্রে খবর, এ দিন চেন্নাইয়ের অভিজাত এলাকা আন্নানগরে রামমোহনের বাড়িতে অভিযান চালায় জনা কুড়ির এক তদন্তকারী দল। রামমোহন ছাড়াও তাঁর ছেলে এবং আত্মীয়দের বাড়ি মিলিয়ে আরও ১৩টি জায়গায় একই সঙ্গে তল্লাশি অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন
৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে বাতিল নোট জমা দেওয়ায় কোনও বিধিনিষেধ নেই
চলতি মাসের গোড়ায় খনি মাফিয়া জে শেখর রেড্ডি এবং তাঁর ভাই শ্রীনিবাসাসলুর যথাক্রমে চেন্নাই ও ভেলোরের বাড়িতে আয়কর হানা হয়। ওই দুই অভিযানে নতুন-পুরনো মিলিয়ে প্রায় ১৩৬ কোটি নগদ টাকার সঙ্গে ১৭৭ কোটি টাকার সোনা উদ্ধার হয়। এর পরই তাঁদের বিরুদ্ধে যৌথ ভাবে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করে সিবিআই এবং ইডি।
আয়কর দফতরের এক কর্তা জানিয়েছেন, মুখ্যসচিব রামমোহনের ছেলের সঙ্গে শেখর রেড্ডির ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ওই অভিযানে উদ্ধার করা তথ্যের ভিত্তিতেই এ দিন মুখ্যসচিবের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।