National News

গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হল ২০ লক্ষ

সংশ্লিষ্ট পেমেন্ট অফ গ্র্যাচুইটি (অ্যামেন্ডমেন্ট) বিলটি বৃহস্পতিবার পাশ হল সংসদে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ারের আনা বিলটি গত সপ্তাহেই পাশ হয় লোকসভায়। এ দিন ধ্বনি ভোটে বিলটি রাজ্যসভাতেও পাশ হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ১৭:৫৯
Share:

প্রতীকী ছবি।

চাকরি জীবনের শেষে যে গ্র্যাচুইটি পাওয়া যায়, তার ঊর্ধ্বসীমার পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হল। এত দিন সর্বাধিক ১০ লক্ষ টাকা গ্র্যাচুইটির উপর কোনও আয়কর দিতে হত না। এ বার সর্বাধিক ২০ লক্ষ টাকা গ্র্যাচুইটির উপরেও কোনও আয়কর দিতে হবে না।

Advertisement

সংশ্লিষ্ট পেমেন্ট অফ গ্র্যাচুইটি (অ্যামেন্ডমেন্ট) বিলটি বৃহস্পতিবার পাশ হল সংসদে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ারের আনা বিলটি গত সপ্তাহেই পাশ হয় লোকসভায়। এ দিন ধ্বনি ভোটে বিলটি রাজ্যসভাতেও পাশ হয়ে যায়।

কোনও চাকরিজীবীর গ্র্যাচুইটির পরিমাণ নির্ভর করে দু’টি বিষয়ের উপর। এক, চাকরির শেষ মাসে তাঁর বেতনের বেসিক কত ছিল, দুই, সেই সংস্থায় ওই কর্মী কত দিন কাজ করেছেন। কোনও সংস্থায় একটানা ন্যূনতম ৫ বছর চাকরি না করলে গ্র্যাচুইটি পাওয়া যায় না।

Advertisement

এই বিলটি সংসদে পাশ হওয়ার ফলে মূলত উপকৃত হবেন বেসরকারি সংস্থার কর্মীরা। ৭ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর ২০১৬ সালের ১ জানুয়ারি থেকেই সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছিল, যা আয়করের আওতার বাইরে।

আরও পড়ুন- ‘৫ ফুট পুরু, ১৩ ফুট উঁচু দেওয়ালের আড়ালে আধারের তথ্য’​

আরও পড়ুন- ভারতেও ভোট আসছে, কী বললেন জুকেরবার্গ​

বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা সদ্য চাকরিতে ঢুকেছেন, গ্র্যাচুইটি বিলের এই সংশোধনীটি সংসদে পাশ হওয়ায় তারাই উপকৃত হবেন বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement