BJP

জোটের অঙ্কে বড়োল্যান্ডে বড় জয় পেল বিজেপি

এতদিন ধরে রাজনৈতিক ভাবে কট্টরপন্থী বলে পরিচিত ইউপিপিএল এবার নির্বাচনে জয় পাওয়ায় কাউন্সিলের শীর্ষ পদে বসতে চলেছেন প্রমোদ বড়ো।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৮:৪৮
Share:

দেশের এই অংশে বিজেপির উত্থান নিঃসন্দেহে উল্লেখযোগ্য। প্রতীকী ছবি

বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনে জোটের অঙ্কে জয় পেল বিজেপি। সম্প্রতি সেখানে নির্বাচন হয়। সেই নির্বাচনে ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল (ইউপিপিএল) জয় পেয়েছে। যদিও এককভাবে কোনওদলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে ইউপিপিএল ও বিজেপি যৌথভাবে কাউন্সিলের ক্ষমতায় আসতে চলেছে।

Advertisement

এতদিন ধরে রাজনৈতিক ভাবে কট্টরপন্থী বলে পরিচিত ইউপিপিএল এবার নির্বাচনে জয় পাওয়ায় কাউন্সিলের শীর্ষ পদে বসতে চলেছেন প্রমোদ বড়ো। তবে দেশের এই অংশে বিজেপির উত্থান নিঃসন্দেহে উল্লেখযোগ্য। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, কাউন্সিলের ক্ষমতায় ইউপিপিএল ও বিজেপির জোট ক্ষমতায় আসতে চলেছে। ৪০ আসনের কাউন্সিলের মধ্যে বিজেপি জিতেছে ৯টি আসন। ইউপিপিএল জিতেছে ১২টি আসন। ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ছিল ২১টি আসন। দুই দল যৌথ ভাবে সেই ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘‘বড়োল্যান্ডের নির্বাচনে এনডিএ সহজ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। উত্তর-পূর্ব ভারতের উন্নতিতে প্রধানমন্ত্রীর পরিকল্পনার প্রতি অসমের মানুষ আস্থা জানিয়েছেন বলে তাঁদের ধন্যবাদ জানাই।’’

Advertisement

যিনি এই কাউন্সিলের প্রধান পদে বসতে চলেছেন, সেই প্রমোদ বড়ো রাজনৈতিক জীবন শুরু করেছেন একজন ছাত্রনেতা হিসাবে। প্রধানত কট্টরপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর সংগঠনই কয়েকদিন আগে বড়োল্যান্ডের শান্তি চুক্তি স্বাক্ষর করে। তারপরেই হয় নির্বাচন। নির্বাচনে প্রধান কার্যনির্বাহী সদস্য হিসাবে উঠে আসেন প্রমোদ।

আরও পড়ুন: করোনা আক্রান্ত বিজেপি সভাপতি নড্ডা, গেলেন নিভৃতবাসে​

আরও পড়ুন: ‘সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানো ভুল হয়েছিল’, ভিন্ন সুর এ বার মুকুলের গলায়​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement