Food Poison

বিয়েবাড়ির খাবারে বিষক্রিয়া, অসুস্থ পাত্রী-সহ ৫০ জন! ভর্তি করানো হল হাসপাতালে

সোমবার বিহারের ভোজপুরে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে রাতের খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ৫০ জন। ৪০ জনের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার রাতেই তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৩
Share:
in Bihar, bride among fifty people to fall ill due to food poisoning at wedding event

অসুস্থ হয়ে হাসপাতালে রোগীরা। ছবি: সংগৃহীত।

বিয়েবাড়ির খাবারে বিষক্রিয়া। আর তা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বিয়ের কনে-সহ ৫০ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলায়। অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সোমবার বিহারের ভোজপুরে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে রাতের খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ৫০ জন। ৪০ জনের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার রাতেই তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে প্রাথমিক চিকিৎসার পর কয়েক জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

৪০ জনের মধ্যে অধিকাংশকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক জনকে আরা সদর হাসপাতালে পাঠানো হয়। অসুস্থদের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক এ আনসারি জানান, খাবারে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে প়ড়েন ৪০ জন। তবে কী ভাবে বিষক্রিয়া হল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement