প্রতীকী চিত্র।
দেশ-বিদেশের তাবড় অর্থনীতিবিদ তো ছিলেনই, মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের সমর্থনে এ বার এগিয়ে এল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারও (আইএমএফ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কালো টাকা রোধে ভারত সরকারের এই সিদ্ধান্ত সঠিক। তবে নোট বাতিলের জেরে আম জনতার যেন অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখতে বলেছে আইএমএফ।
মঙ্গলবার রাত থেকে ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এক দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ব্যাঙ্ক খোলার সঙ্গে সঙ্গে বাতিল টাকা বদলাতে পড়ে লম্বা লাইন। নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল-সহ একাধিক দল। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একাধিক বিবৃতি এলেও সম্ভবত সবচেয়ে বড় সমর্থনটা এল শুক্রবার। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মুখপাত্র গ্যারি রাইস এ দিন বলেন, “কালো টাকার বাড়বাড়ন্তে রাশ টানতে ভারত সরকারের সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন জানাই। তবে সরকারকেও দেখতে হবে এর ফলে সাধারণ মানুষকে যেন হয়রান না হতে হয়।”
এর আগেও দেশে নোট বাতিল হয়েছে তা মনে করিয়ে দিয়ে রাইস বলেন, “শুধু ভারতেই নয়, কালো টাকা রোধে এই রকম সিদ্ধান্ত এর আগে বহু দেশ নিয়েছে। এমনকী, ভারতেই এর আগে নোট বাতিল করা হয়েছে। আমরা দেখেছি, এর সুফল পাওয়া যায়। তবে নোট বাতিল পরবর্তী কয়েক দিনই সবচেয়ে কঠিন। সরকারকে পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করছি।”