অরিন্দম চৌধুরী।— ফাইল চিত্র।
কর ফাঁকির অভিযোগে গ্রেফতার হলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম)-এর ডিরেক্টর অরিন্দম চৌধুরী। অর্থ আইনের ৮৯ ধারায় শুক্রবার দক্ষিণ দিল্লির পণ্য ও পরিষেবা কর কমিশনারেট (সিজিএসটি) তাঁকে গ্রেফতার করে। ওই বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ায় মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে তাঁকে।
অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৩ কোটি টাকার কেন্দ্রীয় মূল্যযুক্ত কর ফাঁকি দিয়েছেন। শুধু অরিন্দমই নন, গ্রেফতার করা হয়েছে সংস্থার ডিরেক্টর গুরুদাস মালিক ঠাকুরকেও। পটিয়ালা হাউসকোর্টে ম্যাজিস্ট্রেট জ্যোতি মহেশ্বরী তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অরিন্দম এবং গুরুদাসের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। দিল্লি এবং অন্যান্য শহরে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানা গিয়েছে। দেশের বাইরে তাঁদের কত সম্পত্তি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর ফের আদালতে তোলা হবে তাঁদের।
আরও পড়ুন: বিকল্প নেতৃত্বের খোঁজে কংগ্রেস, সনিয়াকে চিঠি ২৩ নেতার, বৈঠক সোমবার
আরও পড়ুন: ৭৩ দিনে করোনার টিকা? তথ্য সঠিক নয়, বলল সিরাম ইনস্টিটিউট
ব্যবসায়ী অরিন্দম চৌধুরী চলচ্চিত্র প্রযোজকও। পড়ুয়াদের ভুয়ো এমবিএ ডিগ্রি দেওয়ার অভিযোগে এর আগেও আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। তার জেরে ২০১৫ সাল থেকে আইআইপিএম বন্ধ রয়েছে। ২০১৬-র একটি মামলায় জাল ডাক্তারি সার্টিফিকেট জমা দেওয়ায় গত ১৪ মার্চ গ্রেফতার হন তিনি। পরে যদিও জামিনে মুক্তি পেয়ে যান।