প্রতীকী ছবি।
নতুন দু’হাজারি নোটের ‘রক্তপাত’-কে পাত্তা দিল না শীর্ষ আদালত। উপরন্তু, মামলাকীরাকে ধমকে বললেন, নোট জলে রাখতে গেলেন কেন? শুক্রবার নোট বাতিল প্রসঙ্গে এক জনস্বার্থ মামলার শুনানিতে এ কথা জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি টি এস ঠাকুর।
নতুন ২০০০ হাজার টাকার নোট জলে ধোওয়া হলে তার রং উঠে যাচ্ছে বলে কয়েক দিন আগেই খবর ছড়িয়েছিল। ওয়াশিং মেশিনে দেওয়ার পর সেই নোট থেকে রং উঠে যাওয়ার একটি ভিডিও-ও ভাইরাল হয়। এর পরই মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়।
মামলার বিষয় ছিল, অবিলম্বে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এ দিন সেই মামলার শুনানিতে মামলকারী আইনজীবী এমএল শর্মা নোটের রং উঠে যাওয়ার প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, জলে ধোওয়া হলে নতুন এই নোট থেকে ‘রক্তপাত’ হচ্ছে। তাই তা বন্ধ করে পুরনো নোট ফিরিয়ে আনা হোক। যা শুনে বিরক্ত হয়ে যান প্রধান বিচারপতি টি এস ঠাকুর। মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত তো বহাল রাখলেনই, উপরন্তু বেশ কড়া ভাবেই মামলাকারীকে বলেন, ‘‘নোট জলে ধুয়ে ছিলেন কেন? টাকা জলে রাখবেন না।’’