নিখোঁজ অটোরিকশা চালকের উদ্ধারের দাবিতে অনশনে বসলেন আলগাপুরের কয়েকটি সংগঠনের সদস্যরা।
গত সপ্তাহেও সইদ বদরুল ইসলামের উদ্ধারে পুলিশের ব্যর্থতার অভিযোগে আলগাপুরে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল।
আজ তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অনশন পালন করেন। বরাক উন্নয়ন পরিষদের নেতৃত্বে বরাক সুরক্ষা সমিতি, সারা অসম ছাত্র যুব সংস্থার সদস্যরা তাতে সামিল ছিলেন। সংগঠনগুলির দাবি, বদরুলকে দ্রুত খুঁজে বের করতে হবে। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় অনশনস্থলে গিয়ে ওই সব সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন। পুলিশকর্তা আশ্বাস দেন, দ্রুত ওই যুবককে খুঁজে বের করা হবে। এর পরই অনশন প্রত্যাহার করা হয়।
বরাক যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিবজুর রহমান জানান, ২৭ জুন আলগাপুরের বড়জোরাই গ্রাম থেকে উধাও হন সইদ বদরুল। দ্রুত তাঁকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে আনতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে বদরুলকে ফিরিয়ে নিয়ে না আসা হলে বৃহত্তর আন্দোলন শুরু কর হবে। জানুন আহমেদ লস্কর, মুজিবুর রহমান চৌধুরীও অনশনে সামিল ছিলেন।