Hamsafar Express

বিহারের চম্পারণে লাইনচ্যুত কাটিহারগামী হামসফর এক্সপ্রেসের দু’টি কামরা, হতাহতের খবর নেই

দুপুর ৩টে নাগাদ ট্রেনটি যখন হরিনগর এলাকা দিয়ে যাচ্ছিল তখন আচমকাই দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যদিও দুর্ঘটনার জেরে কোনও যাত্রীরই কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:২৯
Share:

ফাইল ছবি।

বিহারের চম্পারণে বেলাইন হামসফর এক্সপ্রেসের অন্তত দু’টি কামরা। ট্রেনটি দিল্লি থেকে কাটিহার যাচ্ছিল। দুপুরে বিহারের চম্পারণে লাইনচ্যুত হয়ে যায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ চম্পারণের হরিনগর এলাকা দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তখনই ট্রেনের এস-১ এবং এস-২ কামরা দু’টি বেলাইন হয়ে যায়। কামরা বেলাইন হলেও যাত্রীদের কারও তেমন আঘাত লাগেনি। যদিও কামরা লাইনচ্যুত হওয়ার খবরে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ব্যাঘাত ঘটে ওই লাইনে ট্রেন চলাচলেও। দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেয় অ্যাক্সিডেন্ট রিলিভ ট্রেন।

কী ভাবে লাইনচ্যুত হল হামসফর এক্সপ্রেসের দু’টি কামরা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে রেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement