Honey Preet Insan

আত্মসমর্পণের আগেই চণ্ডীগড়ে গ্রেফতার হানিপ্রীত ইনসান

চণ্ডীগড় জাতীয় সড়কের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

পঞ্চকুলা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ১৬:১০
Share:

ফাইল ছবি।

ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলবারই আত্মসমর্পণ করতে পারেন। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আভাসও দিয়েছিলেন হানিপ্রীত ইনসান। কিন্তু, তার আগেই এ দিন তাঁকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। চণ্ডীগড় জাতীয় সড়কের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আরও পড়ুন: বাবার সঙ্গে আমার পবিত্র সম্পর্ক, নোংরা বলবেন না!

গত এক মাস ধরে ফেরার ছিলেন বাবা গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসান। গুরমিতের সাজা ঘোষণার পর থেকেই বেপাত্তা তিনি। দিন কয়েক আগে নিজের আইনজীবীর মাধ্যমে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে তা খারিজ করে দিয়ে আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। পরে জামিনের জন্য আবেদন করতে বলা হয়েছিল। তার পর হানিপ্রীতের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয় শীঘ্রই আত্মসমর্পণ করবেন তিনি। তবে, সে ক্ষেত্রে কিছু শর্তও দেন হানিপ্রীত। বলা হয়েছিল, সেই সব শর্তপূরণ হলেই ধরা দেবেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হল। তাঁর বিরুদ্ধে গুরমিতের একাধিক বেআইনি কাজে সাহায্য করা, পঞ্চকুলা ও সিরসায় বিশৃঙ্খলায় মদত দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement