Uniform Civil Code

অভিন্ন দেওয়ানি বিধির ইঙ্গিত শাহের

অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সব ধর্মের মানুষ একই রকম পারিবারিক, বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত আইন মানতে বাধ্য থাকবেন। ওই আইন কার্যকর হলে মুসলিমদের পার্সোনাল ল’বোর্ডের কোনও অস্তিত্ব থাকবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৩
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি।

রাম মন্দির, তিন তালাক, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে এ বার দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটের আগে অমিত শাহের ওই বিতর্কিত বিষয়টি নিয়ে মুখ খোলায় প্রশ্ন উঠেছে দলীয় ইস্তাহারে থাকা অন্যান্য বিষয়ের মতোই এ বার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে তৎপর হবেন নরেন্দ্র মোদী সরকার, না কি ভোটের আগে কেবল হিন্দু ভোট মেরুকরণের উদ্দেশ্যেই বিষয়টি উস্কে ফায়দা নিতে চাইছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

এই ধন্দের কারণ চলতি মাসেই রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছিলেন, দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর কোনও পরিকল্পনা এখনই নেই সরকারের। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সব ধর্মের মানুষ একই রকম পারিবারিক, বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত আইন মানতে বাধ্য থাকবেন। বিজেপি নেতৃত্ব খুব ভাল করেই জানেন, ওই আইন কার্যকর হলে মুসলিমদের পার্সোনাল ল’বোর্ডের কোনও অস্তিত্ব থাকবে না। বিরোধিতায় নামবে সংখ্যালঘু সমাজ ও বিরোধীরা। সেই ঝুঁকি সত্ত্বেও গত কাল মহারাষ্ট্রের কোলহাপুরে বিজয় সংকল্প শোভাযাত্রা অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “তিন তালাক, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে দেশ এ বার অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করার প্রশ্নে এগিয়ে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement