তিহাড় জেলে জখম হিজবুল প্রধানের ছেলে

দিল্লির এইমসের তিন জন চিকিৎসকের একটি দল জখম বন্দিদের পরীক্ষা করেন। গোটা বিষয়টির তদন্তে জেলা বিচারক স্তরের এক আধিকারিকের নেতৃত্বে গঠিত হয়েছে একটি অনুসন্ধান দলও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০৩:০৮
Share:

সৈয়দ শাহিদ ইউসুফ। ছবি: সংগৃহীত

তিহাড় জেলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জখম হয়েছে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফ। ঘটনাটি ২১ নভেম্বর রাতের।

Advertisement

জেল সূত্রের খবর, ওই রাতে জেলে নিরাপত্তা পরীক্ষার সময়ে তামিলনাড়ু বিশেষ বাহিনীর এক শারীরিক প্রতিবন্ধী আধিকারিককে মারধর করে তিন বন্দি। এর পরেই বিষয়টিতে হস্তক্ষেপ করেন সেই সময়ে দায়িত্বরত অন্য অফিসাররা। তখনই হাতাহাতি বাধে। ইউসুফ-সহ ১৮ জন বন্দি কমবেশি জখম হয়েছে।

দিল্লির এইমসের তিন জন চিকিৎসকের একটি দল জখম বন্দিদের পরীক্ষা করেন। গোটা বিষয়টির তদন্তে জেলা বিচারক স্তরের এক আধিকারিকের নেতৃত্বে গঠিত হয়েছে একটি অনুসন্ধান দলও। তবে স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া তিহাড় কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, এক কাশ্মীরি-সহ তিন বন্দির কাছ থেকে আপত্তিজনক জিনিসপত্র মিলেছিল। মুথু পাণ্ডে নামে তামিলনাড়ু বিশেষ বাহিনীর এক আধিকারিক সেগুলি বাজেয়াপ্ত করতে গেলে বন্দিরা তাঁকে বাধা দেয় এবং মারধর করে বলে অভিযোগ। এর পরে পুলিশের অন্য আধিকারিকদের সঙ্গে বন্দিদের হাতাহাতি লেগে যায়। আর তাতেই ইউসুফ-সহ ১৮ জন বন্দির চোট লাগে। ঘটনার সিসিটিভি ফুটেজ তদন্তকারী দলের কাছে জমা দিয়েছেন জেল কর্তৃপক্ষ। অক্টোবরে সন্ত্রাসে টাকা জোগানোর হাওয়ালা চক্রে জড়িত থাকার অভিযোগে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফকে গ্রেফতার করে এনআইএ। মঙ্গলবারই জেলে হাতাহাতির ঘটনাটি জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবাকে ফোন করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। তিহাড়ের মতো জেলে এই ধরনের ঘটনা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement