ছবি পিটিআই।
ভারী বৃষ্টিতে দিল্লির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ল। যার জেরে তীব্র যানজট তৈরি হয় একাধিক এলাকায়।
দিল্লি-এনসিআর এলাকায় কৈলাস কলোনি, সরিতা বিহার, বুরারি, নয়ডা, ফরিদাবাদ, নেভাদা, গোবিন্দপুরীতে বৃষ্টি হয়েছে। ওই এলাকাগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
দিল্লি ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বৃষ্টির জেরে কিছু এলাকায় গাছ ভেঙে পড়েছে। একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন দিল্লি ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
অন্য দিকে, দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে।