চিকিৎসকের থেকে দেড় লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আমলাকে গ্রেফতার করল সিবিআই। প্রতীকী ছবি।
ঘুষ নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক অধস্তন সচিব (আন্ডার সেক্রেটারি) পর্যায়ের আধিকারিককে গ্রেফতার করল সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে জানানো হয়েছে আমেরিকা নিবাসী এক ভারতীয় চিকিৎসকের অভিযোগের সূত্র ধরে সোনু কুমার নামে স্বাস্থ্য মন্ত্রকের ওই কর্তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আমলা ওই চিকিৎসকের কাছে দেড় লক্ষ টাকা ঘুষ নেন বলে সিবিআইয়ের অভিযোগ।
সিবিআই সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি নির্দেশিকায় জানিয়েছে, ভারতীয় চিকিৎসকেরা উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যেতে চাইলে সরকারি অনুমোদন লাগবে। সোনু সেই ছাড়পত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় লক্ষ টাকা নিয়েছিলেন। তার পর এক বন্ধুর ই-মেল মারফত ওই চিকিৎসককে সংশ্লিষ্ট কাগজপত্র পাঠিয়েছিলেন বলে সিবিআইয়ের অভিযোগ।