জন্মদিনে গোল্ডি। —নিজস্ব চিত্র।
পাত্র ৩৩। জন্মদিন অনুযায়ী রাশি বৃষ। সুদর্শন। গাত্রবর্ণ নীল-সোনালি। নিজস্ব দশ ফুট বাই দশ ফুট ঘর। আলো-বাতাস খেলে পর্যাপ্ত। খাওয়ার চিন্তা নেই। নামমাত্র বিবাহে ডিভোর্সি! উপযুক্ত পাত্রী চাই। জন্মদিনে ‘গোল্ডি’র জন্য এমন বিজ্ঞাপনই বিশ্বের দরবারে তুলে ধরল গুয়াহাটি চিড়িয়াখানা। ১৯৮৫ থেকে এখানকার পাকা বাসিন্দা এই ম্যাকাও বুধবার ৩৩ পূর্ণ করল।
জন্মদিনে বনকর্তাদের সঙ্গে হাজির ছিলেন পাখি বিশারদ দেবাশিস বন্দ্যোপাধ্যায় আর গোল্ডিকে যিনি দত্তক নিয়েছেন, সেই ঝিমলি বরুয়া। হলদে আনারসি কেক ছাড়াও মেনুতে ছিল আঙুর, আমন্ড, কলা, স্ট্রবেরি, শশা, কমলালেবু, আপেল, ক্যাপসিকামের এলাহি আয়োজন। এ দিন ঝিমলির হাত থেকে জন্মদিনের কেক মুখে তোলে গোল্ডি। দর্শকরা ওঠেন ‘হ্যাপি বার্থডে’। এমন দিনেও ভাবনা একটাই। পাত্রী চাই দ্রুত। ম্যাকাওদের গড় আয়ু ৫০ বছর। ৪০ পর্যন্ত সন্তান উৎপাদনে সক্ষম থাকে। ডিএফও তেজস মারিস্বামী জানান, সঙ্গিনী অবশ্য মিলেছিল। ২০০৮-এ ঝড়ে খাঁচার জাল ভাঙতেই প্রেমে ইতি টেনে সে পাড়ি দেয় আকাশে!