National News

‘চাচা পুলিশে আছে, যা খুশি করে নিস’! ট্রাফিক পুলিশকে হুমকি বেপরোয়া চালকের

এর পর ট্রাফিক পুলিশকে মোবাইলে ধরিয়ে দিয়ে বলেন, ‘‘কথা বলুন। আমার চাচা পুলিশে চাকরি করেন। এটা তাঁরই গাড়ি।’’

Advertisement

সংবাদ সংস্থা

গুরুগ্রাম শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১২:৩৮
Share:

বনেটের উপর ঝুলে রয়েছেন ট্রাফিক কর্মী। ছবি: এএনআই-এর টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া

প্রভাবশালীদেরক্ষমতার অপব্যবহার, নিয়ম ভাঙা, পুলিশ-প্রশাসনের কর্মীদের তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করে নানা অশালীন আচরণের মতো ঘটনা হামেশাই উঠে আসে সংবাদমাধ্যমে। কিন্তু এবার শুধু অপরাধ করাই নয়, ট্রাফিক পুলিশের কর্মীকে রীতিমতো হুমকি দিয়ে বেপরোয়া গাড়ি চালক বললেন, ‘‘আমার চাচা পুলিশে আছে। যা খুশি করে নিস।’’

Advertisement

ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের সিগনেচার টাওয়ার চকের কাছে। রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। থামাতে বলায় ট্রাফিক পুলিশের কর্মীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই যুবক। বনেটের উপর ঝুলে থেকে কোনওক্রমে প্রাণ বাঁচালেন ওই ট্রাফিক কর্মী। ওই অবস্থাতেই প্রায় ১০০ মিটার গাড়ি চালিয়ে নিয়ে যান ওই ব্যক্তি।

গাড়ি থামানোর পর ওই ব্যক্তির কাছে ড্রাইভিং লাইসেন্স চান কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মী। কিন্তু তা দিয়ে ফোনে কারও সঙ্গে কথা বলতে শুরু করেন। এর পর ট্রাফিক পুলিশকে মোবাইলে ধরিয়ে দিয়ে বলেন, ‘‘কথা বলুন। আমার চাচা পুলিশে চাকরি করেন। এটা তাঁরই গাড়ি।’’

Advertisement

#WATCH: Man stopped by traffic police for driving on the wrong side near Signature Tower Chowk in Gurugram, dragged traffic personnel on the bonnet of his car when the personnel tried to stop him. He was later arrested & the car was also seized. #Haryana (19.12.18) pic.twitter.com/BbyN79ysIW

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বছর বত্রিশের করণ, দিল্লির বাসিন্দা। তাঁকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটি বাজেয়াপ্ত করে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: কর্নাটকে দাস প্রথা! ৫২ জন আদিবাসীকে আটকে রেখে চাবুকপেটা, যৌন নির্যাতন

আরও পড়ুন: শ্বশুরকে অপহরণ করে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ধৃত জামাই

ঘটনার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ভুল দিক দিয়ে চলে আসায় ট্রাফিক পুলিশের কর্মী হাত দেখিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করছেন। কিন্তু ওই পুলিশকর্মী সামনে চলে এলেও গাড়ি থামাননি চালক। প্রাণ বাঁচাতে গাড়ির বনেটের উপর উঠে ঝুলে পড়েন ট্রাফিক পুলিশের ওই কর্মী। ওই অবস্থাতেওবেশ কিছুটা যাওয়ার পর গাড়িটি থামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement