ফাইল চিত্র।
সংসদে বাদল অধিবেশনের আগে রবিবার সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। রবিবার সকাল ১১টা নাগাদ বৈঠক হওয়ার কথা।
আগামী ১৮ জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। ১৮ অগস্ট পর্যন্ত চলবে অধিবেশন।
সূত্রের খবর, ভারত-চিন সীমান্ত ইস্যু, অগ্নিপথ প্রকল্প, টাকার দামে পতন-সহ একাধিক ইস্যুতে সংসদের বাদল অধিবেশনে সরব হতে পারে বিরোধীরা। বাদল অধিবেশনে কী কৌশল রচনা করা হবে, সে নিয়ে গত ১০ জুলাই বৈঠকে বসেছিল এনডিএ।