গবাদি বিধি নিয়ে চিঠি দেবে গোয়া

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানিয়ে দিয়েছে হত্যা করার জন্য হাটে-বাজারে গবাদি পশুর কেনাবেচা করা যাবে না। এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। সুপ্রিম কোর্টে এই নীতিকে চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

পানজিম শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ০৩:১৭
Share:

গবাদি নীতি নিয়ে আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে গোয়ার বিজেপি সরকার।

Advertisement

আজ গোয়ার কৃষিমন্ত্রী বিজয় সরদেশাই বলেন, ‘‘কেন্দ্রের এই নয়া গবাদি নীতি নিয়ে আমি মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন।’’ সরদেশাই আরও জানিয়েছেন, এই নীতি নিয়ে রাজ্যের কিছু আপত্তি আছে। কিছু প্রস্তাবও রয়েছে। ওই চিঠিতে সবই জানানো হবে।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানিয়ে দিয়েছে হত্যা করার জন্য হাটে-বাজারে গবাদি পশুর কেনাবেচা করা যাবে না। এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। সুপ্রিম কোর্টে এই নীতিকে চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেন্দ্রের এই নির্দেশকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে হায়দরাবাদের মুসলিমদের সংগঠন ‘অল ইন্ডিয়া জামিয়াতুল কুরেশ অ্যাকশন কমিটি।’ অসন্তোষের আঁচ ছড়িয়েছে বিজেপির অন্দরেও। ইতিমধ্যেই গোমাংস বিতর্কে ভাঙন ধরেছে মেঘালয় বিজেপিতে। এ বার কেন্দ্রের গবাদি নীতির বিরুদ্ধে সরব হলো গোয়া সরকারও। মোদী সরকারের নীতি নিয়ে একটি বিজেপি শাসিত রাজ্যের সরকারই প্রশ্ন তোলায় বিরোধীদের হাত আরও শক্ত হলো বলেই মনে করছেন রাজনীতিকরা।

Advertisement

গোয়াবাসীদের একটা বড় অংশ গোমাংস খান। বিরোধীদের অভিযোগ, এই নীতির মাধ্যমে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের চেষ্টা করছে কেন্দ্র। গোয়াবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে সেই আতঙ্ক। সরদেশাই বলেন, ‘‘মানুষের মন থেকে এই আতঙ্ক দূর করা দরকার। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, মানুষেরও মন থেকে এই আতঙ্ক দূর করতে গবাদি নীতিতে কিছু পরিবর্তন আনতে সরকার রাজি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement