Madhya Pradesh

গুগলের আধিকারিককে ডেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা! রাজি না হলে ফাঁসানোর হুমকি

সুজাতাকে গণেশের পাশে দাঁড় করিয়ে দু’জনের কিছু ছবি তোলানো হয়। গণেশের অভিযোগ, তার পরই তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা দাবি করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১২:২৯
Share:

প্রতীকী ছবি।

গুগলের এক আধিকারিককে ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। গুগলের ম্যানেজার হিসাবে বেঙ্গালুরুতে কর্মরত গণেশ শঙ্করের অভিযোগ, তাঁর এক পরিচিত তাঁকে ভোপালে ডেকে পাঠিয়ে বিয়ে করার জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও করা হয়।

Advertisement

পুলিশে এই মর্মে অভিযোগ দায়ের করে গণেশ জানান, ভোপালের কমলা নগর থানা এলাকার বাসিন্দা সুজাতার সঙ্গে সমাজমাধ্যমে তাঁর আলাপ। সুজাতা গণেশকে জানিয়েছিলেন, তিনি আইআইএম শিলং-এ এমবিএ পড়ছেন। ক্রমে তাঁদের সম্পর্ক আরও নিবিড় হয়। সুজাতা তাঁকে কাউকে কিছু না জানিয়েই ভোপালে তাঁর বাড়িতে আসার অনুরোধ জানান। কিন্তু সেখানে পৌঁছে গণেশের সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা হয়।

সুজাতা এবং তাঁর পরিবার গণেশকে বিয়ে করার জন্য জোরাজুরি শুরু করে। সুজাতাকে গণেশের পাশে দাঁড় করিয়ে দু’জনের কিছু ছবি তোলানো হয়। গণেশের অভিযোগ, তার পরই তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা দাবি করা হয়। তিনি বিয়ে করতে এবং টাকা দিতে অসম্মত হলে তাঁকে মিথ্যা অভিযোগে জেল খাটানোর হুমকিও দেওয়া হয়।

Advertisement

কমলা নগর থানার তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে সুজাতা-সহ চার জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সুজাতা, তাঁর বাবা কমলেশ সিংহ, তাঁর ভাই শৈবেশ সিংহ এবং তাঁর জামাইবাবু বিজেন্দ্র কুমার। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement