প্রতীকী ছবি।
ভোটমুখী গোয়ায় কংগ্রেসের দুর্গে একের পর এক ধস নামাচ্ছে তৃণমূল। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে এক সঙ্গে লড়াইয়ের জন্য কংগ্রেসকে বার্তাও দিচ্ছে তারা। গোয়া বিধানসভা ভোটের একেবারে শেষলগ্নে এই দ্বিমুখী কৌশলই নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে কংগ্রেসের নেতাদের তৃণমূলে যোগ দিতে দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই বৃহস্পতিবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ভিক্টর গনজালভেস যোগ দিলেন তৃণমূলে। লোকসভার সাংসদ তথা গোয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত মহুয়া মৈত্রের উপস্থিতিতে ঘাসফুলে যোগ দিয়ে ভিক্টর বললেন, ‘‘আমি কংগ্রেস ছেড়েছি, কারণ গোয়ায় এই দলের ভবিষ্যৎ নেই। আমি তৃণমূলে যোগ দিয়েছি, কারণ বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র শক্তিশালী নেত্রী, যিনি নরেন্দ্র মোদীকে হারাতে পারেন। তিনি একক ভাবে বাংলায় বিজেপির রথ থামিয়ে দিয়েছেন।’’
কংগ্রেসত্যাগী নেতা মনে করছেন, মমতাই একমাত্র বিজেপিকে হারাতে পারেন। যদিও গোয়ায় তৃণমূলের ভারপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র আজ বলেছেন, বিজেপি-বিরোধী শক্তিগুলির এক সঙ্গে আসা প্রয়োজন। তাঁর কথায়, ‘‘আলাদা করে কোনও বিরোধী দল গোয়ায় সরকার গড়তে পারবে না।’’ গোয়ার কংগ্রেসের তরফে দায়িত্বপ্রাপ্ত পি চিদম্বরম দাবি করেছেন, গোয়ায় যুদ্ধটা বিজেপির সঙ্গে কংগ্রেসের। আজ তার জবাব দিয়ে মহুয়া বলেন, “শ্রী চিদম্বরমকে আমি মনে করিয়ে দিতে চাই, ২০১৭ সালে জনসমর্থন পাওয়া সত্ত্বেও কংগ্রেস সরকার গড়তে ব্যর্থ হয়েছিল। এ বারেও কংগ্রেস একা বিজেপিকে হারাতে পারবে না। তৃণমূল চাইছে, সমস্ত বিজেপি-বিরোধী শক্তিগুলি এক সঙ্গে এসে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করুক।’’