দিল্লির পরিত্যক্ত বাড়ি থেকে দেহ উদ্ধার শিশুর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দিল্লির শঙ্কর বিহারের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার আট বছরের বালিকার দেহ। সোমবার রাত থেকে নিখোঁজ ছিল সে। মঙ্গলবার দুপুরে তার দেহ উদ্ধার হল। গলায় ফাঁসের দাগ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিশুটির অভিভাবক জানিয়েছেন, সোমবার সন্ধ্যার সময় বাড়িতে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তাঁরা। এর পরে রাত হয়ে গেলেও ফেরেনি সে। তখন পাড়ায় খোঁজ করা হয় তার। না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মা।
মঙ্গলবার দুপুরে শঙ্কর বিহারের একটি পরিত্যক্ত বাড়িতে শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরা থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে দেহ। সফদরজঙ হাসপাতালে পাঠানো হয়েছে দেহটি। সেখানেই ময়নাতদন্ত চলছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।