তত্কাল নয়, সাধারণ প্রক্রিয়াতেই এ বার মাত্র সাত দিনে মিলে যাবে পাসপোর্ট। ঘোষণা করল বিদেশ মন্ত্রক। চারটি জিনিসের কপি জমা দিতে হবে আবেদনের সঙ্গে। আধার কার্ড, এপিক এবং প্যান কার্ডের পাশাপাশি লাগবে ফিল আপ করা জিক্লেয়ারেশন ফর্ম। ব্যস যে কোনও এলাকায় স্থানীয় পাসপোর্ট সেবা কেন্দ্রে জমা দিলেই এক সপ্তাহের মধ্যে হাতে এসে যাবে পাসপোর্ট। এমনকী পুলিশ ভেরিফিকেশনের আগেই। বিদেশ মন্ত্রক তার বিবৃতিতে জানিয়েছে, এর জন্য কোনও অতিরিক্ত খরচও দিতে হবে না আবেদনকারীকে।
আরও পড়ুন
ভারতে দুর্নীতি কমছে, বলছে আন্তর্জাতিক সমীক্ষা