গোরী লঙ্কেশ হত্যায় চাঞ্চল্যকর জবানবন্দি ধৃতের।
সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে চমকপ্রদ তথ্য। হত্যায় জড়িত সন্দেহে ধৃতদের অন্যতম নবীন কুমার জানিয়েছে, ‘‘হিন্দু বিরোধী হওয়ায় গৌরীকে প্রাণ দিতে হয়েছে।’’
কিন্তু কে এই নবীন কুমার? কর্নাটকের বিশেষ তদন্তকারী দল জানতে পেরেছে, কলেজের পাট চুকিয়ে সে অল্প বয়সেই জড়িয়ে পড়েছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে। ২০১৪ সালে নবীন তৈরি করে ‘হিন্দু যুব সেনা’ নামের সংগঠন। এর সঙ্গেই চলছিল বেআইনি অস্ত্রের ব্যবসা। কিন্তু পুলিশি জেরায় নবীনের দাবি, গৌরী হত্যার পরিকল্পনা সে আগে থেকে জেনে ফেলেছিল ঠিকই। কিন্তু এই হত্যায় তার হাত ছিল না।
গৌরী লঙ্কেশ হত্যার ন’মাস পর কর্নাটকের বিশেষ তদন্তকারী দল যে চার্জশিট পেশ করেছে, তাতে রয়েছে নবীন কুমারের ১২ পাতার জবানবন্দি। নবীন জানিয়েছে, হিন্দু জনগ্রুতি সম্মেলনে তার সঙ্গে প্রবীণ নামের এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল। নবীনের কথায, বুলেট কেনার জন্য এক দিন তাঁর বাড়িতে এসেছিল প্রবীণ। সে জানায়, ‘‘গৌরী লঙ্কেশ হিন্দু বিরোধী। তাই তাঁকে হত্যা করা হবে।’’ কিন্তু পছন্দ না হওয়ায় প্রবীণ তার কাছ থেকে বুলেট কেনেনি বলে জানিয়েছে নবীন। তার বক্তব্য, ‘‘প্রবীণের সঙ্গে আমি যোগাযোগের অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু প্রবীণ মোবাইল ফোন ব্যবহার করত না বলে, তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।’’
আরও পড়ুন: অস্থায়ী স্ট্রেচারেই দীর্ঘ পথ পাড়ি অন্তঃসত্ত্বার
আরও পড়ুন: অমরনাথ যাত্রার আগে হামলার সতর্কবার্তা গোয়েন্দাদের
এর পর ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। বন্দুকবাজদের হামলায় বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই তিন-তিনটি বুলেট বিদ্ধ হয়ে মৃত্যু হয় ‘সাহসী সংবাদিক’ বলে পরিচিত গৌরী লঙ্কেশের। পুলিশের ধারণা, নবীন নিজেও ‘হিন্দু বিরোধী’ তকমা দিয়ে কন্নড় লেখক কে এস ভগবানকে খুনের চেষ্টা করেছিল। কিন্তু কালবুর্গি হত্যার পর ভগবানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায়, নবীনের চেষ্টা সফল হয়নি।