বাংলার সঙ্গেই ত্রিপুরায় গৌরব

বাংলার ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা গৌরব গগৈকে এ বার ত্রিপুরা দেখভালের ভার দিল এআইসসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ ০০:২১
Share:

গৌরব গগৈ। —ফাইল চিত্র।

অল্প দিন আগেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তরুণ নেতা প্রদ্যোত কিশোর মানিক্য। বাংলার ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা গৌরব গগৈকে এ বার ত্রিপুরা দেখভালের ভার দিল এআইসসি।

Advertisement

অসমের কলিয়াবরের সাংসদ গৌরব এখন বাংলার পা‌শাপাশি আন্দামান ও নিকোবরে দলের দায়িত্বে। এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল সোমবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, বাংলা ও আন্দামানের সঙ্গেই এ বার ত্রিপুরা ও মণিপুরের ভার থাকবে গৌরবের হাতে। এআইসিসি-র সাধারণ সম্পাদক লুইজিনহো ফেলেইরো উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলিতে দায়িত্ব পালন করবেন। পুজোর মধ্যেই নতুন দায়িত্বের খবর আসায় গৌরবের প্রতিক্রিয়া, ‘‘তাঁর কৃপার জন্য মা দুর্গার প্রতি আমি কৃতজ্ঞ। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে নিরাশ করব না।’’ পদত্যাগী প্রদ্যোতও গৌরবের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement