ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস-এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হল চার যুবককে। ইসলামিক স্টেট-এর প্রচারক সাইটে অবাধ যাতায়াতের জন্য বেশ কয়েকদিন পুলিশি নজরদারিতে ছিল এই চারজন। অভিযোগ হরিদ্বারের কুম্ভমেলায় হামলার ছক কষছিল এই চারজন। পরিকল্পনা ছিল মেলা চলাকালীন হরিদ্বারগামী ট্রেনে হামলারও। সংবাদসংস্থা পিটিআই-কে পুলিশ আধিকারিক অরবিন্দ দীপ জানিয়েছেন এই চারজনের নাশকতার তালিকায় ছিল রাজধানী দিল্লিও।
পুলিশ সূত্রে খবর, চারজনই নিয়মিত ফোনে সিরিয়ার সঙ্গে যোগাযোগ রাখত। অন্যতম অভিযুক্ত আখলাক উর রেহমানকে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন-মোদীকে খুনের হুমকি দিল ‘আইএস’