ভোজপুরী গানে তাঁদের নাচের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সাসপেন্ড করা হয়েছে চার জনকে। ছবি: টুইটার।
অযোধ্যায় রাম জন্মভূমি পাহারার দায়িত্বে ছিলেন চার মহিলা কনস্টেবল। ভোজপুরী গানে তাঁদের নাচের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সাসপেন্ড করা হয়েছে তাঁদের। ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাচের সময় ওই চার জন পুলিশের উর্দি পরে ছিলেন না। সিনিয়র পুলিশ সুপার মুনিরাজ জি জানিয়েছেন, সাসপেন্ডেড চার মহিলা কনস্টেবল হলেন কবিতা পটেল, কামিনী কুশওয়াহা, কাশিশ সাহনি, সন্ধ্যা সিংহ। ভিডিয়ো নিয়ে তদন্ত করে বৃহস্পতিবার রিপোর্ট জমা দিয়েছিলেন অতিরিক্ত সুপার (নিরাপত্তা) পঙ্কজ পাণ্ডে। সেই রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড করা হল ৪ জনকে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, ভোজপুরী গানে নাচছেন এক মহিলা কনস্টেবল। পরনে নীল ব্লেজ়ার। বাকি দুই কনস্টেবল হাততালি দিচ্ছেন। চুমু ছুড়ছেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্ক।