Infiltration

কুপওয়ারা সীমান্তে অনুপ্রবেশ চেষ্টা, সেনার সঙ্গে গুলির লড়াই, নিহত চার পাকিস্তানি জঙ্গি

কাশ্মীর জ়োন পুলিশ টুইটারে লিখেছে, কুপওয়ারার মাছাল সেক্টরে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে নিহত চার জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীর দিয়ে তারা ভারতে অনুপ্রেবেশের চেষ্টা করছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ১২:৫৪
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

আবার কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ভেস্তে দিলেন নিরাপত্তারক্ষীরা। পাক অধিকৃত কাশ্মীর থেকে কুপওয়ারার মাছাল সেক্টরে অনুপ্রবেশ করতে গিয়ে জওয়ানদের গুলিতে প্রাণ হারাল চার জঙ্গি। শুক্রবার এ কথা জানিয়েছে কাশ্মীর পুলিশ। ভারতীয় সেনার সঙ্গে যৌথ অভিযানে নেমেছিল পুলিশ। তাতেই এল সাফল্য।

Advertisement

কাশ্মীর জ়োন পুলিশ টুইটারে লিখেছে, ‘‘কুপওয়ারার মাছাল সেক্টরের কালা জঙ্গলে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে নিহত চার জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীর দিয়ে তারা ভারতে অনুপ্রেবেশের চেষ্টা করছিল।’’ ভারতীয় সেনাবাহিনীও টুইট করে এই খবর দিয়েছে।

গত ১৬ জুন কুপওয়ারার নিয়ন্ত্রণরেখার কাছে জুমগুন্দ কেরানে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছিল নিরাপত্তা বাহিনী। বাহিনীর গুলিতে নিহত হয়েছিল পাঁচ জঙ্গি। ভাজ্রা ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল গিরীশ কালিয়া জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি রয়েছে। তার পরেও সাম্প্রতিক কালে বার বার পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে গোয়েন্দাসূত্রে খবর মিলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement