Mine

খনির একাংশে ধস, উত্তরপ্রদেশে মৃত্যু চার শ্রমিকের, আহত এক

মৃদুল জানান, খনির ঠিকাদারকে ফোন করা হয় পুলিশের তরফে। তিনি জানিয়েছেন, খনিতে কোনও বিস্ফোরণ হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ২২:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

খনির একাংশ ধসে পড়ল। মৃত্যু হল চার জন শ্রমিকের। আহত এক। উত্তরপ্রদেশের মাহোবার ঘটনা। জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল চৌধুরী জানিয়েছেন, শ্রমিকেরা ভগ্নস্তূপের নীচে আটকে পড়েন। তাতেই মৃত্যু হয় চার জনের।

Advertisement

মৃদুল জানান, খনির ঠিকাদারকে ফোন করা হয় পুলিশের তরফে। তিনি জানিয়েছেন, খনিতে কোনও বিস্ফোরণ হয়নি। কী ভাবে ধস নামল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অতিরিক্ত সুপার সত্যম জানিয়েছেন, মৃতদের নাম প্রেমচন্দ্র কুশওয়াহা (১৯), রামফুল (৩২), রামমিলন কুশওয়াহা (৩৫), কুলদীপ রাইকওয়াড় (২০)। আহত শ্রমিকের হাসপাতালে চিকিৎসা চলছে।

ডিভিশনাল কমিশনার বালকৃষ্ণ ত্রিপাঠী জানিয়েছেন, খনিতে কাজের সময় সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তা করা হয়নি। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement