—প্রতীকী ছবি।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণ করতে পারেন দুষ্কৃতীরা। বিমানবন্দরে দরজা যেন বন্ধ রাখা হয়। পর পর দু’বার বিমানবন্দরে মেল করে এমনটাই জানিয়েছিল তরুণ। ভুয়ো মেল পাঠিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয় ওই তরুণকে। অভিযুক্তের নাম বৈভব তিওয়ারি। ৩৪ বছর বয়সি বৈভব বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বিভাগে একটি মেল পাঠিয়েছিলেন বৈভব। মেলে লেখা ছিল, ‘‘দয়া করে আন্তর্জাতিক বিমানবন্দরের দরজা খুলবেন না। দুষ্কৃতীরা আপনাদের খুন করার পরিকল্পনা করেছে।’’
তিন দিন পর ১৮ ফেব্রুয়ারি আবার বিমানবন্দরে মেল পাঠান বৈভব। সেখানে লেখা, ‘‘আপনারা দেশে থেকেও ভাল ভাবে পড়াশোনা করতে পারতেন। ওই লোকগুলো খুনি। বায়ুসেনার সিস্টেম হাইজ্যাক করতে পারে, অত্যাধুনিক যানবাহন প্রযুক্তির ব্যবহার জানে ওরা।’’
পর পর দু’টি মেল পাওয়ার পর বৈভবের বিরুদ্ধে বিমানবন্দরের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেঙ্গালুরুতে রয়েছেন বৈভব। মানসিক অবসাদগ্রস্ত তিনি। পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সাল থেকে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বৈভব। কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে পড়েন তিনি। ২০২০ সালে চাকরি চলে যায় তাঁর।
আট বছর টানা চাকরি করার পর বেকার হয়ে যান বৈভব। এই পরিস্থিতিতে ধীরে ধীরে মানসিক অবসাদ গ্রাস করতে শুরু করে বৈভবকে। পুলিশ জানায়, শুধুমাত্র বিমানবন্দরেই নয়, এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ সংস্থাকে ভুয়ো মেল পাঠিয়ে ভয় দেখিয়েছিলেন তরুণ। বর্তমানে সায়বেরাবাদ পুলিশের হেফাজতে রয়েছেন বৈভব। গ্রেফতারির পর বৈভবের মোবাইল এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।