Uttarkhand

সংসার চালাতে শ্রমিকের কাজ করছেন ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক

লকডাউডের জেরে এই খেলোয়াড়কেই জীবন ধারণের জন্য করতে হচ্ছে শ্রমিকের কাজ।

Advertisement

সংবাদ সংস্থা

দেহরাদূন শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৮:৩১
Share:

উত্তরাখণ্ডের পিথরাগড়ের বাসিন্দা রাজেন্দ্র্রর শরীরের ৯০ শতাংশ প্যারালাইসিসে আক্রান্ত। ছবি টুইটার থেকে নেওয়া।

ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাজেন্দ্র সিংহ ধামি। হুইলচেয়ারে বসেই ক্রিকেট মাঠ কাঁপিয়েছেন। ভারতের জন্য জিতেছেন একাধিক ট্রফি। লকডাউডের জেরে এই খেলোয়াড়কেই জীবন ধারণের জন্য করতে হচ্ছে শ্রমিকের কাজ। সেই ঘটনা সামনে আসতেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

উত্তরাখণ্ডের পিথরাগড়ের বাসিন্দা রাজেন্দ্র্রর শরীরের ৯০ শতাংশ প্যারালাইসিসে আক্রান্ত। তাঁর অভিযোগ, প্রশাসনের কাছে বার বার অনুরোধ করেও কোনও সাহায্য পাননি। তাই মনরেগা প্রকল্পের অধীনে শ্রমিকের কাজ করছেন। রাজেন্দ্র বলেছেন, ‘‘কোভিডের জন্য বাতিল হয়ে গিয়েছে একটি প্রতিযোগিতা। আমি সরকারকে অনুরোধ করেছিলাম, আমার যোগ্যতা অনুসারে কোনও কাজ দিতে। কেউই কোনও ব্যবস্থা করেননি।’’

এই ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে সেখানকার স্থানীয় প্রশাসন। সেখানকার জেলাশাসক বিজয়কুমার যোগান্দে জানিয়েছেন, জেলার স্পোর্টস অফিসারকে তিনি বলেছেন যত দ্রুত সম্ভব রাজেন্দ্রকে আর্থিক সাহায্য করতে। তিনি বলেছেন, ‘‘বর্তমানে তাঁর আর্থিক অবস্থার অবনতি হয়েছে। আমি জেলার স্পোর্টস অফিসারকে বলেছি মুখ্যমন্ত্রী স্বরোজগার যোজনা বা অন্য কোনও প্রকল্পের মাধ্যমে তাঁকে তাঁকে আর্থিক সাহায্য করতে। যাতে জীবনধারণ করতে তাঁর কোনও অসুবিধা না হয়।’’

Advertisement

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি সংস্থার কাজ হারিয়ে সব্জি বিক্রি করা তরুণীকে চাকরি দিলেন সোনু

আরও পড়ুন: টেস্ট বেশি-সংক্রমণের হার কম, দেশের করোনা চিত্রে স্বস্তির ইঙ্গিত?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement