ফুটপাথে প্ল্যাস্টিকের ছাউনিতে বালি। ফাইল চিত্র।
গত পাঁচ বছর ধরে ফুটপাথেই থাকতেন। প্রাক্তন ওই সেনা কর্তাকে সেই ফুটপাথেই পিটিয়ে খুন করল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে, ডঃ কোয়াজি রোডে সেনাবাহিনীর দক্ষিণ কম্যান্ড অফিসার মেসের সামনে। নিহতের নাম রবীন্দ্র বালি (৬৫)। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মেসের বেসরকারি নিরাপত্তা রক্ষী সাগর ওয়াঘমারে ফুটপাথের উপর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন বালিকে। তিনিই পুলিশকে বিষয়টি জানান। পুণে পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।
তদন্তকারী অফিসার এস কে যাদব জানিয়েছেন, বালির বাবা পুলিশে চাকরি করতেন। প্রথম থেকেই পুণেতে থাকতেন বালিরা। আদতে রাজস্থানের কোটা সম্প্রদায়ভুক্ত বালি ১৯৭০ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) তে যোগ দেন। পরবর্তীতে তিনি পুণের কলেজ অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (সিএমই) থেকে প্রশিক্ষণও নেন।
বেশ কয়েক বছর সেনাবাহিনীতে কর্মরত থাকার পর ১৯৮৮ সালে চাকরি থেকে পদত্যাগ করেন বালি। পারিবারিক সমস্যার জন্যই তিনি চাকরি ছেড়ে দেন বলে সেনা সূত্রে খবর। কিন্তু, নির্ধারিত সময় পর্যন্ত চাকরি না করায় কোনও পেনশন পাননি তিনি।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রশ্নে জাপানের হাত ধরতে চায় ভারত
এর পর পুণে ছেড়ে গুজরাতে চলে গিয়েছিলেন বালি। সেখানে ব্যবসা শুরু করেন। এক টানা দশ বছর গুজরাতে থাকার পর ২০১২তে আবার পুণে ফিরে আসেন। একটি বিপিও সেন্টরে চাকরি নেন। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পুণের ওয়াঘোলি এলাকায় একটি এক কামরার ফ্ল্যাটও কেনেন। কিন্তু, কিছু দিনের মধ্যেই সেই বিপিও সেন্টারটি বন্ধ হয়ে যায়। ফের কর্মচ্যুত হন বালি।
আরও পড়ুন: স্ত্রীকে খুন করে দেহ ডিভানে, ১১ দিন পর গ্রেফতার যুবক
তখন কেরল চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু, কেরলে চুরি হয়ে যায় তাঁর সব গুরুত্বপূর্ণ কাগজপত্র। তখন আবার পুণেতে ফিরে আসেন। কম্যান্ড অফিসার মেসের সামনে ফুটপাথে থাকতে শুরু করেন। গত পাঁচ বছর ধরে প্ল্যাস্টিকের ছাউনি করে সেখানেই থাকতেন ওই প্রাক্তন সেনা কর্তা। শুক্রবার রাত ১২টা নাগাদ সেখানেই দুষ্কৃতীরা তাঁকে খুন করে।