S jaishankar

‘কাশ্মীরের সঙ্গে কোনও সম্পর্কই নেই পাকিস্তানের’! বিলাবলের হুমকির জবাব দিলেন জয়শঙ্কর

শুক্রবার পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘‘জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর বিষয়টি পুনর্বিবেচনা না করলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করা সম্ভব নয়।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ২২:৫৪
Share:

ছবি: সংগৃহীত।

কাশ্মীর নিয়ে পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া শোনা গেল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গলায়। কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানকে আক্রমণ করতে গিয়ে শ্রীনগরের আসন্ন জি২০ বৈঠকের প্রসঙ্গও তুললেন তিনি।

Advertisement

জয়শঙ্কর শুক্রবার বলেন, ‘‘আমি বলতে চাই, জি২০-র সঙ্গে তাদের (পাকিস্তানের) কোনও সম্পর্ক নেই। সেই সঙ্গে আমি বলব যে শ্রীনগরের সঙ্গেও তাদের কোন সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে আলোচনা করার জন্য শুধু মাত্র একটি ইস্যু আছে তা হল, পাকিস্তান কখন অধিকৃত কাশ্মীরের অবৈধ দখলদারি ছেড়ে দেবে।’’

শাংহাই কো-অপারেশনের বৈঠকে যোগ দিতে গোয়ায় এসে শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘‘ভারত যদি না ২০১৯ সালের ৫ অগস্ট নেওয়া পদক্ষেপ (৩৭০ ধারা বাতিল) পর্যালোচনা না করে, পাকিস্তান তা হলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার থাকার অবস্থানে থাকতে পারবে না।’’ তার পরেই জয়শঙ্করের

Advertisement

আগামী ২২-২৪ মে শ্রীনগরে জি২০-র পর্যটন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক হওয়ার কথা। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের রাজধানীতে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন কাশ্মীরে হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে। কূটনৈতিক মহলের একাংশের মতে, এ বার সেখানেই জি২০ আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের উপরে চাপ বাড়াতে চাইছে ভারত। পাকিস্তানের তরফে শ্রীনগরে জি২০ বৈঠক আয়োজনের বিরোধিতা করা হলেও ভারত তা খারিজ করে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement