Priyanka Gandhi Vadra

কালীঘাটের প্রসাদ, ফুল প্রিয়ঙ্কার হাতে

প্রিয়ঙ্কা ও পশ্চিমঙ্গের উপনির্বাচনে দলের প্রার্থীদের জয় কামনা এবং রাজ্যের মহিলাদের সুরক্ষার জন্য কালীপুজোর দিন কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৮:২১
Share:

ওয়েনাড়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার হাতে কালীঘাটের ফুল ও প্রসাদ তুলে দিলেন বাংলার কংগ্রেসের প্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।

কেরলের ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার কাছে কালীঘাট মন্দিরের পুজোর ফুল ও প্রসাদ পৌঁছে দিলেন দলের নেতৃত্ব। প্রিয়ঙ্কা ও পশ্চিমঙ্গের উপনির্বাচনে দলের প্রার্থীদের জয় কামনা এবং রাজ্যের মহিলাদের সুরক্ষার জন্য কালীপুজোর দিন কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ওয়েনাড়ে গিয়ে সেই প্রসাদ প্রিয়ঙ্কার কাছে পৌঁছে দিয়েছেন এআইসিসি-র সদস্য বিশ্বজিৎ সরকার-সহ অন্যেরা। এআইসিসি-র সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে চিঠিও তাঁদের হাতে পাঠিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর। প্রসাদী ফুল ও চিঠি পেয়ে মঙ্গলবার মালদহে থাকা শুভঙ্করের সঙ্গে ফোনে কথা বলে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন প্রিয়ঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement