উদ্ধার: বন্যাকবলিত গ্রাম থেকে বাসিন্দাদের বার করে আনছে সেনাবাহিনী। বুধবার অসমের নলবাড়িতে। ছবি: পিটিআই।
নামনি অসম ও ভুটানে গত দু’দিনের ভারী বৃষ্টিতে ধুবুড়ি, বরপেটা, কামরূপ, কোকরাঝাড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জল বেড়েছে ধুবুড়ির গঙ্গাধর, কোকরাঝাড়ের গৌরাঙ্গ নদীতে। ডুবেছে নতুন নতুন এলাকা। গোঁসাইগাও-কোকরাঝাড় সংযোগও বিচ্ছিন্ন। এ ছাড়া যোরহাটে ব্রহ্মপুত্র, শোণিতপুরে জিয়া ভরালি নদী, কামরূপে পুথিমারি নদী, করিমগঞ্জে কুশিয়ারা নদী এবং বরপেটায় বেকি নদী ফের বিপদসীমার উপর দিয়ে বইছে। ভুটানের জলে বাক্সা জেলার বহু গ্রাম জলমগ্ন। টানা বৃষ্টির জেরে উজানি অসমের ধেমাজি জেলায় সিমেন নদীর গতিপথে তীব্র ভূমিক্ষয় হচ্ছে। অনেক বাড়িই নদীর গ্রাসে।
উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনে টেলিসংযোগ ব্যবস্থা খারাপ হয়েছে। জোরাই ও গোঁসাইগাঁও-শ্রীরামপুর সেকশনে রেললাইন জলের তলায়। উদ্ধার কাজে নেমেছে সেনা। বিভিন্ন এলাকায় চিকিৎসা শিবির চালু করেছে সেনাবাহিনী।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।