প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
মোদী বলেন, “সন্ত্রাসবাদ বিচারের আওতার বাইরে থাকতে পারে না। ন্যায়বিচারের জন্য সব পদক্ষেপ করা হচ্ছে। যাঁরা মানবতাবাদকে সমর্থন করেন, তাঁরা আমাদের সঙ্গে রয়েছেন। ন্যায়বিচারের জন্য গোটা দেশ দৃঢ়প্রতিজ্ঞ।”
মোদী বলেন, কোটি কোটি ভারতবাসী আজ শোকগ্রস্ত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাঁদের চিকিৎসা চলছে, তাঁরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সরকার সব রকম চেষ্টা করছে।” একই সঙ্গে মোদী বলেন, “এই জঙ্গি হামলায় কেউ পুত্রকে হারিয়েছেন, কেউ ভাইকে হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন। তাঁদের কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়ে কথা বলতেন, কেউ কেউ ছিলেন মরাঠি, আবার কেউ বিহারের সন্তান। আজ তাঁদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী— আমাদের শোক এবং রাগ মিলেমিশে এক হয়ে গিয়েছে।”
জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ার দেওয়ার পাশাপাশি মোদী বলেন, “আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে। শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও।” শুরু থেকেই হিন্দিতে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এই মন্তব্য করার সময় ইংরেজিতে ভাষণ দেওয়া শুরু করেন তিনি। মনে করা হচ্ছে, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের অনমনীয় অবস্থান গোটা বিশ্বের কাছে স্পষ্ট করতেই ইংরেজিতে জঙ্গিদের শাস্তি দেওয়ার কথা বলেছেন মোদী।
মোদী বলেন, “যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।”
বিহারের সরকারি মঞ্চ থেকে মোদী বলেন, “১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে।”
পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে।”
বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও। বক্তব্যের শুরুতেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন মোদী। হাতজোড় করে নীরবতা পালন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। উপস্থিত সকলকেও নিজের আসনে বসেই নীরবতা পালন করতে বলেন মোদী।