National News

মুকেশ অম্বানির অ্যান্টিলিয়া বাংলোয় আগুন

দমকল ছাড়াও ঘটনাস্থলে পৌঁছয় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দল। মুম্বই পুলিশের জনসংযোগ আধিকারিক রেশমী করনদিকার জানান, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল পৌঁছে আগুন আয়ত্তে আনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ২২:৩৩
Share:

মুকেশ অম্বানির অ্যান্টিলিয়া বাংলোয় আগুন। ছবি:সংগৃহীত।

সোমবার রাত তখন ৯টা বেজে ১০ মিনিট। দমকলের কাছে খবর যায় মালাবার হিলসে রিল্যায়ান্স কর্ণধার মুকেশ অম্বানির অ্যান্টিলিয়া বাংলোয় আগুন লেগেছে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মালাবার হিলস-এ ২৭ তলা ওই বাংলোর সাত তলার একটি টেরেসে আগুন লাগে।

Advertisement

দমকল ছাড়াও ঘটনাস্থলে পৌঁছয় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দল। মুম্বই পুলিশের জনসংযোগ আধিকারিক রেশমী করনদিকার জানান, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল পৌঁছে আগুন আয়ত্তে আনে। দমকলের মুখ্য আধিকারিক, পিএস রাহাঙ্গদালে জানান, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে দমকলের কর্মীরা পৌঁছে যুদ্ধকালীন তত্পরতায় কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, যেখানে আগুন লাগে সেই জায়গায় একটি বাগান রয়েছে। একটা মোবাইল টাওয়ারও রয়েছে বলে জানিয়েছেন রাহাঙ্গদালে।

রিলায়ান্সের এক মুখপাত্র জানিয়েছেন, বাগানে আগুন লেগেছিল। সেটা দ্রুততার সঙ্গে নেভানো হয়।

Advertisement

আরও পড়ুন:অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা, মৃত অন্তত ৭, জখম অনেকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement