spicejet

Spicejet: স্পাইস জেট কর্তার বিরুদ্ধে এফআইআর

সোমবার অমিতের অভিযোগ, প্রোমোটারদের থেকে স্পাইস জেট হাতে নেওয়ার সময় অজয় সিংহকে তিনি কিছু পরিষেবা দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

গুরুগ্রাম শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ০৯:০১
Share:

স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংহ।

বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংহের বিরুদ্ধে গুরুগ্রামের সুশান্ত লোক থানায় প্রতারণার অভিযোগ দায়ের করলেন এক ব্যবসায়ী। অমিত অরোরা নামে ওই ব্যক্তির অভিযোগ, সংস্থার শেয়ার দেওয়ার নাম করে তাঁর থেকে টাকা নিয়েছেন অজয়। তার বদলে তাঁকে একটি ভুয়ো ডিপোজ়িটরি ইনস্ট্রাকশন স্লিপ (ডিআইএস) দিয়েছেন তিনি। এফআইআরে দাবি করা হয়েছে, আরও একাধিক ব্যক্তির সঙ্গে একই প্রতারণা করেছেন ওই বিমান কর্তা।

Advertisement

সোমবার অমিতের অভিযোগ, প্রোমোটারদের থেকে স্পাইস জেট হাতে নেওয়ার সময় অজয় সিংহকে তিনি কিছু পরিষেবা দিয়েছিলেন। তার বদলে সংস্থাটির ১০ লক্ষ টাকার শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন অজয়। কিন্তু যে ডিআইএস তিনি দিয়েছেন সেটি নকল। বারবার অনুরোধ করা সত্ত্বেও আসল স্লিপ কিংবা সরাসরি শেয়ার দেননি তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement