রহস্যময়ী গাছের উপদ্রব নয়ডায়!

এ এক অদ্ভুত গাছ! এর জ্বালায় নাকি নয়ডার সেক্টর ১৯-এর বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যত দ্রুত সম্ভব গাছের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৪
Share:

প্রতীকী গাছ।

এ এক অদ্ভুত গাছ! এর জ্বালায় নাকি নয়ডার সেক্টর ১৯-এর বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যত দ্রুত সম্ভব গাছের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

Advertisement

কী এমন রয়েছে ওই গাছে?

সেক্টরবাসীরা জানিয়েছেন, গাছ থেকে নাকি এক ধরনের তরল পদার্থ বের হয়, যার তীব্র গন্ধে ঘরে টেঁকা যায় না। এর গন্ধ বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এমনকী গাছের পাশ দিয়েও যাওয়া যায় না। অথচ ওই পথেই সেক্টরবাসীদের চলাচল করতে হয়। গাছের কারণে তাঁদের ঘুম প্রায় উবে গিয়েছে বলে জানান এক বাসিন্দা। শুধু তাই নয়, গত দু’বছর ধরে মে-জুন মাসে হাজার সংখ্যায় এক ধরনের পোকা সেক্টরের দিকে ধেয়ে আসে। ঘর, আসবাবপত্র, বিছানায় পর্যন্ত ভরে যায় সেই পোকায়। একেই গাছের এই রহস্যময়ী কাণ্ডকারখানা, তার সঙ্গে পোকার উত্পাত— দুইয়ে মিলে সেক্টরবাসীদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আর এই রহস্য খুঁজতে মাঠে নেমে পড়েছে প্রশাসন।

Advertisement

আরও পড়ুন...

সামনে ভোট, পরিচ্ছন্নতার পরীক্ষা দিলই না কলকাতা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement