Farmers' Protest

সহযোগিতা করেনি কেন্দ্র, বুধবার দুপুরে রেল অবরোধ কর্মসূচি পঞ্জাবের আন্দোলনরত কৃষকদের

পর পর তিন বার ‘দিল্লি চলো’ অভিযান ব্যর্থ হওয়ার পর এ বার অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা। কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতেই এ বার নতুন কর্মসূচি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৬
Share:

পঞ্জাবে রেল অবরোধ করবেন কৃষকেরা। ছবি: পিটিআই।

পুলিশি বাধায় ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত হওয়ার পর এ বার রেল অবরোধের সিদ্ধান্ত পঞ্জাবের কৃষকদের। মঙ্গলবার কৃষক নেতা সরওয়ান সিংহ পন্ধের এই নয়া কর্মসূচির কথা ঘোষণা করেছেন। বুধবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পঞ্জাবের সমস্ত কৃষককে স্বতৎস্ফূর্ত ভাবে অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

পুলিশের সঙ্গে সংঘর্ষে পূর্বের প্রচেষ্টাগুলি ব্যর্থ হওয়ার পর গত শনিবার তৃতীয় বারের জন্য শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করেছিলেন কৃষকেরা। পরিস্থিতি সামাল দিতে তৈরি ছিল প্রশাসনও। অম্বালার বিস্তীর্ণ অংশে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। এলাকায় ১৬৩ ধারা জারি হয়। বেলা বাড়তে শম্ভু সীমানার অদূরে কৃষকদের মিছিল আটকে দেয় পুলিশ। কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলে তাঁদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। ছোড়া হয় জলকামান, কাঁদানে গ্যাস। সংঘর্ষে আহত হন ১৭ জন কৃষক। তাই পর পর তিন বার ‘দিল্লি চলো’ অভিযান ব্যর্থ হওয়ার পর এ বার অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন ধরে কৃষকদের আন্দোলন চলছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসে রয়েছেন কৃষকেরা। ২৬ নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। পন্ধের জানিয়েছেন, ডাল্লেওয়ালের শারীরিক অবস্থা সঙ্কটজনক। কিন্তু কেন্দ্র সহযোগিতা করছে না, অভিযোগ এমনটাই। তাই কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতেই এ বার নতুন কর্মসূচি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement