রবিবার থেকে কৃষকরা ‘দিল্লি চলো’ অভিযান শুরু করবেন। রবিবার সকাল ১১টায় রাজস্থানের শাহজাহানপুর থেকে কৃষকদের এই অভিযান শুরু হবে।
দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের নয়া হুঁশিয়ারি। তাঁরা সরকারের কথায় পিছু হঠতে চান না। বরং নতুন করে আন্দোলনের কথা ঘোষণা করলেন। আগামী ১৪ ডিসেম্বর থেকে অনশনে বসার হুমকি দিয়েছেন কৃষকরা। ওই দিন থেকে বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা অনশনে বসবেন বলে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে।
কৃষক নেতা কানওয়ালপ্রীত সিংহ বলেন, ‘‘সরকার যদি কথা বলতে চায়, আমরা আলোচনায় রাজি। তবে আলোচনার প্রাথমিক শর্তই হবে, তিনটি কৃষি আইন প্রত্যাহার করা। সরকার এই ইস্যুতে একমত হলে তবেই আলোচনা হবে।’’ পাশাপাশি সাংবাদিকদের তিনি জানিয়েছেন, রবিবার থেকে কৃষকরা ‘দিল্লি চলো’ অভিযান শুরু করবেন। রবিবার সকাল ১১টায় রাজস্থানের শাহজাহানপুর থেকে কৃষকদের এই অভিযান শুরু হবে। শনিবারের সাংবাদিক বৈঠকে সারা দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথাও বলেছেন কৃষক নেতা। দেশের বিভিন্ন অংশে আলাদা আলাদা করে ৩২টি সংগঠন কৃষি আইনের বিরোধিতায় পথে নামবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: ভেন্টিলেশনে কত ঘণ্টা, কবে বাড়ি যাব? বুদ্ধদেবের প্রশ্ন চিকিৎসকদের
শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বণিকসভায় বক্তব্যে জানিয়েছেন, দেশে কৃষি আইন দরিদ্র কৃষকদের উন্নতির কথা ভেবেই আনা হয়েছে। দেশের বেসরকারি সংস্থাগুলিকে কৃষি ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান তিনি। তারপরেই নতুন করে আন্দোলনের সুর চড়াচ্ছে কৃষক সংগঠনগুলি।
আরও পড়ুন: মাইনে কম কেন, বেঙ্গালুরুর আইফোন সংস্থায় হামলা চালালেন ২ হাজার কর্মী