ভুয়ো ডিগ্রি নিয়ে ক্ষোভ

ভুয়ো ডিগ্রি নিয়ে মুখ খুললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার তিনি বলেন, ‘‘ভুয়ো ডিগ্রি এখন রাজনীতির অঙ্গ। এটা ঠিক নয়।’’ উদ্ধব কারও নাম না করলেও শিবসেনার এক প্রবীণ নেতা জানান, উদ্ধবের লক্ষ্য ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:২৫
Share:

ভুয়ো ডিগ্রি নিয়ে মুখ খুললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার তিনি বলেন, ‘‘ভুয়ো ডিগ্রি এখন রাজনীতির অঙ্গ। এটা ঠিক নয়।’’ উদ্ধব কারও নাম না করলেও শিবসেনার এক প্রবীণ নেতা জানান, উদ্ধবের লক্ষ্য ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। নির্বাচন কমিশনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য স্মৃতির বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। মহারাষ্ট্রের মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী পঙ্কজা মুণ্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মুখ খুলেছেন উদ্ধব। তিনি বলেন, ‘‘পঙ্কজার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের উচিত এই ব্যাপারে পদক্ষেপ করা।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement