F-16

‘ভারত ও পাক দু’দেশই আমাদের অংশীদার’, এফ-১৬ নিয়ে জয়শঙ্করের আপত্তি খারিজ করল আমেরিকা

আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘‘আমরা পাকিস্তান এবং ভারতের সঙ্গে সম্পর্ককে এক মাত্রায় দেখি না। দুই দেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বের পৃথক মাত্রা রয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:১০
Share:

এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকীকরণের সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জয়শঙ্কর। গ্রাফিক: সনৎ সিংহ।

পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকীকরণে সহায়তার সিদ্ধান্ত বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের প্রতিবাদের জবাব দিল আমেরিকা। মঙ্গলবার জো বাইডেন সরকারের বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘‘আমরা পাকিস্তান এবং ভারতের সঙ্গে সম্পর্ককে এক মাত্রায় দেখি না। দুই দেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বের পৃথক মাত্রা রয়েছে।’’

Advertisement

ইসলামাবাদকে ৪৫ কোটি ডলারের সামরিক প্যাকেজ দেওয়ার সিদ্ধান্তে নয়াদিল্লির উদ্বেগকে কার্যত খারিজ করে নেড বলেছেন, ‘‘আমরা দুই দেশকেই অংশীদার হিসেবে দেখি। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এবং আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পৃথক অংশীদারিত্ব এবং অস্তিত্বের উপর নির্ভরশীল।’’

ভারতের উদ্বেগ উপেক্ষা করে পাকিস্তানকে পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকীকরণের সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন সরকার। আমেরিকার মাটিতে দাঁড়িয়েই সোমবার সেই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন জয়শঙ্কর। অসন্তোষ এবং হতাশার কথা জানিয়ে পেন্টাগনের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘আপনারা আমাদের বোকা বানাতে পারবেন না।’’

Advertisement

আমেরিকার প্রেসিডেন্ট পদে বাইডেনের ডোমোক্র্যাট পূর্বসূরি বারাক ওবামার জমানায় পাকিস্তানকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছিল ওয়াশিংটন। সম্প্রতি, পেন্টাগনের তরফে ইসলামাবাদের জন্য যে ৪৫ কোটি ডলারের সামরিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য’ ওই যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণে সহায়তার বিষয়টি রয়েছে। জয়শঙ্করের দাবি, বাইডেন সরকারের এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত পাকিস্তানের লাভ হবে না, আমেরিকাও স্বার্থপূরণ করতে পারবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement