চলন্ত অবস্থাতেই অটোতে বিস্ফোরণ হল কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। বিস্ফোরণের পরই অটোতে আগুন ধরে যায়। আর তাতেই ঝলসে যান অটোচালক এবং এক যাত্রী। তাঁদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এটি ‘সন্ত্রাসবাদী’ কার্যকলাপ। রাজ্য পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা গোটা ঘটনাটি তদন্ত করবে বলে কর্নাটক পুলিশের ডিজি প্রবীণ সুদ জানিয়েছেন।
শনিবার বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার এন শশী কুমার। তিনি দাবি করেছিলেন, এখনই এটাকে বিস্ফোরণ বলা উচিত নয়। অটোতে আগুন ধরে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে রবিবার রাজ্য পুলিশের ডিজি টুইট করেন, “এটি কোনও জঙ্গি কার্যকলাপ বলেই মনে করা হচ্ছে।”
পুলিশ সূত্রে খবর, অটোতে এক ব্যক্তি প্লাস্টিকের একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। তাতেই আগুন ধরে গিয়েছিল। সেই আগুন অটোতে ছড়িয়ে পড়েছিল। তবে ওই যাত্রীর ব্যাগে কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। চলন্ত অটোতে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ম্যাঙ্গালুরুতে।
অটোতে বিস্ফোরণের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শহর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, অটোতে কোনও বিস্ফোরক ছিল কিনা। বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনায় অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শহরবাসীকে শান্ত থাকার পরামর্শন দিয়েছেন পুলিশ কমিশনার। কোনও রকম গুজবে কান না দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।