সজাগ: আগরায় জোড়া বিস্ফোরণের পরে শনিবার তাজমহলের পিছনে যমুনা নদীতে চলছে কড়া নজরদারি। ছবি: পিটিআই।
তাজমহলে হামলার হুমকির পরে সেখানে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। কিন্তু তার বদলে নাশকতার চেষ্টা হল আগরা ক্যান্টনমেন্ট স্টেশনে।
জঙ্গি সংগঠন আইএস তাজমহলে হামলা চালানোর হুমকি দিয়েছে বলে গতকালই দাবি করে সংবাদমাধ্যমের একাংশ। তার পরে তাজমহলের নিরাপত্তা বাড়ানো হয়। আজ সকালে আগরা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে লাইনের উপরে বড় একটি পাথর দেখতে পান আন্দামান এক্সপ্রেসের চালক। দ্রুত ইর্মাজেন্সি ব্রেক কষেন তিনি। পাথরে ধাক্কা খেলেও ট্রেনের তেমন কোনও ক্ষতি হয়নি। কিন্তু লাইনের উপর থেকেই কাগজ উদ্ধার করে পুলিশ। তাতে জঙ্গি হানা চালানোর হুমকি রয়েছে।
এর কিছু ক্ষণ পরে ওই স্টেশনেরই আবর্জনার গাদায় দু’টি বিস্ফোরণ হয়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কম ক্ষমতার ওই বিস্ফোরণে কেউ হতাহত হননি। স্টেশন ঘিরে ফেলে বাহিনী। স্থানীয় বাসিন্দাদের জেরা করা হচ্ছে।