কে শিবন।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ‘ইসরো’-র ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’ (এসএসি)-এর প্রধান ছিলেন তিনি। এ হেন শীর্ষস্থানীয় বিজ্ঞানী তপন মিশ্রকে গত বছর ইসরোয় কোণঠাসা করার অভিযোগ ওঠে। দ্বিতীয় চন্দ্রাভিযানে ল্যান্ডার ‘বিক্রম’-এর ব্যর্থতার পরে সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। নাম না করেই বিঁধলেন ইসরো প্রধান কে শিবনকে। প্রশ্ন তুললেন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের কাজের পরিবেশ নিয়ে। মিশ্র যখন পোস্টটি করেন, তার কিছু ক্ষণের মধ্যেই শিবন ঘোষণা করেন, ‘চন্দ্রযান ২’ তার ৯৮ শতাংশ অভিযান শেষ করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, শিবন কী ভাবে এই দাবি করতে পারেন, যখন ‘চন্দ্রযান ২’-এর অর্ধেক অভিযান (বিক্রম) ব্যর্থ হয়েছে। ‘অরবিটার’ সবে কাজ শুরু করেছে।
মিশ্র অবশ্য তাঁর পোস্টে কোথাও ‘ইসরো’ বা ‘শিবন’-এর নাম করেননি। কিন্তু শেষে লিখেছেন, ‘‘সব যখন শেষ হয়ে গিয়েছে, তখন কাঁদার আর কোনও অর্থ নেই।’’