Kailash Choudhary

‘ভারত মাতার জয়’ না বললে ভারত ছাড়ো: মন্ত্রী

এই সম্মেলনে বিরোধী ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, কংগ্রেস প্রথমে গান্ধীর নাম চুরি করেছে, পরে দেশের স্বাধীনতার জন্য তৈরি হওয়া কংগ্রেস নামটিকেও চুরি করেছে!

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ০৮:২৭
Share:

কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধরি। —ফাইল চিত্র।

যারা ভারতে থাকবে, তাদের ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে, না হলে তাদের ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধরি। শনিবার হায়দরাবাদে বিজেপি আয়োজিত একটি কৃষক সম্মেলনে গিয়ে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস এ কথা বলেন।

Advertisement

ওই অনুষ্ঠানে বিজেপির মন্ত্রী বলেন, ‘‘যাঁরা ভারতে থেকেও ‘ভারত মাতা কি জয়’ বলতে চান না, তাঁরা গোল্লায় যান। ভারতে থাকতে গেলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে। ভারতে থেকে আপনি কি পাকিস্তান জিন্দাবাদ বলবেন?’’ এর পরেই মন্ত্রী বলেন, ‘‘যাঁরা শুধু মাত্র বন্দেমাতরম এবং ‘ভারত মাতা কি জয়’ বলবেন, তাঁরাই এ দেশে থাকতে পারবেন।’’

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘‘আমি বলতে চাই যে যদি এমন লোক থাকে, যে ভারত মাতা কি জয় বলে না এবং হিন্দুস্থান বা ভারতের উপরে যার বিশ্বাস নেই, সে পাকিস্তানে চলে যেতে পারে। এখানে থাকার তার কোনও দরকার নেই।’’ দেশে জাতীয়তাবাদী মানসিকতা থাকা দরকার বলেও মন্তব্য করেন মন্ত্রী।

Advertisement

সম্প্রতি কৃষ্ণা নদীর জল বণ্টন নিয়ে অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার মধ্যে বিরোধ মেটাতে ট্রাইবুনাল গড়ার ব্যাপারে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার পরেই রাজ্য বিজেপি কৃষকদের একটি সম্মেলনের আয়োজন করে। সেখানেই এই কথা বলেন মন্ত্রী।

এই সম্মেলনে বিরোধী ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, কংগ্রেস প্রথমে গান্ধীর নাম চুরি করেছে, পরে দেশের স্বাধীনতার জন্য তৈরি হওয়া কংগ্রেস নামটিকেও চুরি করেছে! বিজেপির মন্ত্রীর কথায়, ‘‘ওরা ইন্ডিয়া নাম দিয়েছে। কিন্তু এটা চুরি। আর এটা ওরা প্রথম থেকেই করছে।’’ তাঁর ব্যাখ্যা, কংগ্রেস গান্ধীর নাম চুরি করেছে বলেই আজ রাহুল গান্ধী, সনিয়া গান্ধীরা এসেছেন। এই সম্মেলনে বিরোধী ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, কংগ্রেস প্রথমে গান্ধীর নাম চুরি করেছে, পরে দেশের স্বাধীনতার জন্য তৈরি হওয়া কংগ্রেস নামটিকেও চুরি করেছে! বিজেপির মন্ত্রীর কথায়, ‘‘ওরা ইন্ডিয়া নাম দিয়েছে। কিন্তু এটা চুরি। আর এটা ওরা প্রথম থেকেই করছে।’’ তাঁর ব্যাখ্যা, কংগ্রেস গান্ধীর নাম চুরি করেছে বলেই আজ রাহুল গান্ধী, সনিয়া গান্ধীরা এসেছেন। তা ছাড়া কংগ্রেস সম্পর্কে গান্ধী বলেছিলেন, স্বাধীনতার লড়াইয়ের পরে কংগ্রেসকে ভেঙে দেওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement