বিরোধীদের হইহট্টগোলে লোকসভায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উঠলই না। এই নিয়ে পর পর দু’দিন।
মসুলের গণকবর থেকে উদ্ধার ৩৯ ভারতীয়ের দেহাবশেষ। রাজ্যসভায় জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
হাবড়ার মছলন্দপুরে স্ত্রী এবং কিশোরী মেয়েকে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন তিনি। সারা দিনের ব্যস্ততায় দিনের এই সব গুরুত্বপূর্ণ খবরগুলোই মিস করে গিয়েছেন তো?
দেশ-বিদেশ থেকে রাজ্যের প্রতিটি কোনায় কী ঘটছে সারাদিনে এক ঝলকেই জেনে নিন খবর আজকে-তে।
আজ সারাদিনে কোথায় কী কী ঘটল?
• বাড়ি পৌঁছন তাড়াতাড়ি, রেল হাত মেলাল ওলার সঙ্গে
ট্রেনের অস্বাভাবিক দেরির কারণে প্রায়শই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা থেকে যাত্রীদের রেহাই দিতে নয়া উদ্যোগ নিল ভারতীয় রেল। সবিস্তার পড়তে ক্লিক করুন।
• বাতিল বোতল যন্ত্রে ফেলুন, ব্যাঙ্কে ঢুকবে টাকা
দেখতে চেনা এটিএম যন্ত্রেরই মতো প্রায়। তবে, বেশ খানিকটা বড়। উপরে রয়েছে টাচ স্ক্রিন। সবিস্তার পড়তে ক্লিক করুন।
• এর থেকে ভাল স্মৃতি আর কিছু হতে পারে না: সৌরভ
নিজের ক্রিকেট জীবনের সেই মুহূর্তকেই যেন আরও একবার ফিরে দেখলেন সৌরভ। সবিস্তার পড়তে ক্লিক করুন।
• ‘শরীর নিয়ে আত্মবিশ্বাসী তাই সুইম স্যুট পরেছি’
অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’-এ ছোট চরিত্রেই তিনি সকলের নজড় কেড়েছিলেন।কে তিনি? সবিস্তার পড়তে ক্লিক করুন।
• হনিমুনে কোথায় গেলেন রাজ-শুভশ্রী?
হনিমুনে কোথায় গিয়েছিলেন নিউ কাপল? না! এ বারেও বিষয়টা ব্যক্তিগতই রেখেছিলেন। সবিস্তার পড়তে ক্লিক করুন।