রয়্যাল এনফিল্ড। নামটাই যথেষ্ট। বাইকপ্রেমীদের কাছে এর চাহিদা বরাবরই। বাইক প্রস্তুতকারক সংস্থাটি ইতিমধ্যেই এনফিল্ডের স্টাইল ও লুক বদলে বেশ কয়েকটি মডেল বাজারে ছেড়েছে। বাজারে আসামাত্রই হামলে পড়ছেন গ্রাহকরা।
বাইক প্রস্তুতকারক সংস্থাটি স্টেলথ ব্ল্যাক ক্লাসিক ৫০০-এর ১৫টি মডেল অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়।
স্টাইলিস লুক, সর্বোচ্চ গতি ১৩১ কিলোমিটার প্রতি ঘণ্টা, ৪৯৯ সিসি-র ইঞ্জিন এবং মাইলেজ ৩২ কিলোমিটার প্রতি লিটার।
বাইকের জন্য বিশেষ দাম ধার্য করা হয়েছে। দাম রাখা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা।
এই ১৫টি বাইকে করেই এনএসজি কম্যান্ডোরা ৪০ দিন ধরে ৮০০০ কিলোমিটার ঘুরে সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা প্রচারে বেরিয়েছিলেন।
১৩ তারিখ অনলাইনে বিক্রি শুরু হতেই ১৫ সেকেন্ডের মধ্যেই সব ক’টি বাইক বিক্রি হয়ে যায়। সংস্থাটি জানিয়েছে, ২০০০ গ্রাহক বাইকটি কেনার জন্য অনলাইনে রেজিস্ট্রি করিয়েছিলেন।
ফার্স্ট কাম ফার্স্ট ভিত্তিতে বাইকগুলো বিক্রি হয়। অনলাইনে বুকিংয়ের জন্য ক্রেতাদের ১৫ হাজার টাকা দিতে হয়েছে। গাড়িটি যখন মালিকের হাতে তুলে দেওয়া হবে, তখন বাকি টাকাটা শোধ করে দিতে হবে।